ArabicBengaliEnglishHindi

হেমন্ত এসেছে


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৫:০৮ অপরাহ্ণ / ৫৫
হেমন্ত এসেছে

মুহাম্মদ সিরাজুল ইসলাম। 

স্বপ্ন গুলো সত্যি হোক
পূরণ হোক  আশা
ফুল বাগানে ভ্রমর ছুটে
সবুজ বনে বাসা।
শরৎ শেষে  হেমন্ত এ-সে
 শিশির নিয়ে  সাথে
শিউলি বেলি রাতে হেসে
ঝরে মিষ্টি প্রাতে।
হিমেল হাওয়া বহে যেন
 উদাস মনে  ছন্দ,
 ভ্রমর এসে উড়ে উড়ে
শুঁকছে ফুলের গন্ধ।
কোকিল গাহে কুহুতানে
করছে নানা গল্প,
 লজ্জাবতী লাজে লুকায়
হাসে দেখো অল্প।
ভোর সকালে  শিশিরকণা
স্বর্ণলতার গায়ে,
সতেজ রাঙা মিষ্টি প্রভাত
পুষ্প ছোঁয়া পেয়ে।
হেমন্তের ভোর উদাস হৃদয়
নীলা মেঘে ভাসে,
মৃদু হাওয়া  দিশেহারা
ঠান্ডা  লাগে  শ্বাসে।
%d bloggers like this: