বোদায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, আশরাফুল আলম লিটন


প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ / ১৯
বোদায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, আশরাফুল আলম লিটন
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখায় শিক্ষা সপ্তাহের যাচাই-বাছাই  কমিটি তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন।
জানা যায়, মহাবিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি (আশরাফুল আলম) কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর সুনাম, সততা,যোগ্যতা,মননশীলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণ সহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়ায় ক্লাসসহ শিক্ষাক্রমিক র্কাযক্রম অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এদিকে বোদা মহিলা মহাবিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ  শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, নৃত্য,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত,জারি গান, হাম নাত এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।