পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০,৪০০ টাকা প্রস্তাব শ্রমিকদের পরিবারের বেঁচে থাকা ও রপ্তানি খাতকে ঝুঁকির মুখে ; রাষ্ট্র সংস্কার আন্দোলন


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ / ১২৪
পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০,৪০০ টাকা প্রস্তাব শ্রমিকদের পরিবারের বেঁচে থাকা ও রপ্তানি খাতকে ঝুঁকির মুখে ; রাষ্ট্র সংস্কার আন্দোলন

 

স্টাপ রিপোর্টার মো মামুন মোল্যা

পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০,৪০০/- টাকা প্রস্তাব শ্রমিকদের পরিবারের বেঁচে থাকা ও রপ্তানি খাতকে ঝুঁকির মুখে  রাষ্ট্র সংস্কার আন্দোলন ।পোশাক শিল্পের ন্যূনতম মজুরি বোর্ডে, মালিকপক্ষ, ন্যূনতম মজুরি ২০১৮ তে বেধে দেয়া আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১০,৪০০/- টাকা প্রস্তাব করেছেন। 
বাজারে যখন ৮০/- টাকা দামে সবজি আর ৫০/- টাকা দামের আলু তখন বর্তমান মজুরিতে শ্রমিকদের দৈনন্দিন জীবন মহা সংকটের সময় পার করছে। এই অবস্থায় নতুন মজুরির এই ঘোষণা, শ্রমিক পরিবারের আশা ভরসাকে পায়ের নীচে পিষে দিয়ে সামনে তাদের বেঁচে থাকার সম্ভাবনাকেই অনিশ্চিত করে তুললো। রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, এই প্রস্তাব শ্রমিকদের মরিয়া করে তুলবে এবং রপ্তানি খাতকে ঝুঁকির মুখে নিয়ে যাবে।
দেশের এই অস্থিতিশীল সময়ে এই প্রকারের অমানবিকতা এবং অন্যায্যতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন পাশাপাশি শ্রমিকদের দাবীকৃত নূন্যতম মজুরি ২৫,০০০/- টাকার সাথে আবারও সংহতি জানাচ্ছে।