পঞ্চগড়ের বড়শশী বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়ম


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ / ৩৬
পঞ্চগড়ের বড়শশী বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়ম
আমান উল্লাহ, বিশেষ প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই স্কুলে নিয়োগ পরীক্ষা না নিয়ে সোমবার দুপুরে বোদা উপজেলা পরিষদ হলরুমে লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষা বোদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সকল চাকরী প্রার্থীদের নিয়োগ পরীক্ষার চিঠি না দিয়ে মুঠোফোনের মাধ্যমে কয়েকজনকে জানিয়ে নিয়ম বহির্ভূত ভাবে উপজেলা পরিষদে পরীক্ষা নেওয়া হয়৷  ভাইবা শেষে অফিস সহকারী পদে দেবীগঞ্জের ভাউলাগঞ্জের দুই পরীক্ষার্থীর সাক্ষাৎকার নিতে গেলে তারা পালিয়ে যান। পরীক্ষা ও ভাইবা শেষে বোদা উপজেলা নির্বাহী অফিসার সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের নাম ঘোষনা করেন৷ অফিস সহকারী পদে বালাপাড়ার মৃত রমজানের ছেলে আরিফ হোসেন, পরিছন্নতা কর্মী পদে নূরপুরের আবু বক্করের ছেলে আসাদুল, নৈশ প্রহরী পদে বগদুলঝুলার রশিদুলের ছেলে টুটুল, আয়া পদে বগদুলঝুলার আব্দুল বারের মেয়ে রুমী আক্তার সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন আক্তারের বক্তব্য নিতে গেলো তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চলে যান। পরীক্ষা কেন উপজেলায় নেওয়া হলো এমন প্রশ্নে প্রতিষ্ঠানের সভাপতি আজিজুল হক বলেন, এটা ইউএনও স্যার জানেন ভালো। পরীক্ষাটি এখানে কীভাবে এসেছে, এই বিষয়ে আমার জানা নাই।  এবিষয়ে প্রতিষ্ঠান প্রধান নুরজামালের বক্তব্য নিতে গেলে তিনি সটকে পড়েন। এবিষয়ে সুপারিশপ্রাপ্তদের নাম ঘোষণা শেষে উক্ত প্রতিষ্ঠান বাদ দিয়ে উপজেলায় পরীক্ষা নেওয়া কোনো নিয়ম আছে কি না প্রশ্নের জবাবে বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, এটি মাউশি বলতে পারবে।