কোমল বৃষ্টি দাও


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ / ১৪
কোমল বৃষ্টি দাও

শহীদুল্লাহ আনসারী

আগুনে আগুন নাচে চারিদিকে দুর্বিষহ দাবদাহ
কোথাও দাবানল,মুর্ছে পরেছে গন্ধবিধুর পুষ্পরেণু
রুদ্র-রুক্ম ধরণিতে আজ মানবজীবন ওষ্ঠাগতপ্রায়
দগ্ধজনপদের বোবাকান্নারা ভাষাহীন নিরাশায় হতাশায় বৈধব্যবরণ।

আকাশে মেঘের ছায়া নাই, জমিনে কোমলবৃষ্টির মায়া নাই,
বেলাজ উলঙ্গরা বিষাদ ছড়ায় আমাদের উত্তপ্ত আঙিনায়,
উষ্ণঘামে বিবর্ণতা নামে প্রিয়ার মেহেদী- রাঙা হাতে,
বিষন্ন বিরান হয়েছে সবুজ সোনালী ফসলের মাঠ।

আকাশে চেয়ে আছে তৃষ্ণার্ত প্রানিকূল ফুটাতে চেয়ে ফুল
ঊর্ধাকাশে তুলে আছে নগ্ন দু’টো হাত, ভগ্নপ্রায় প্রাণ-
সবার একান্ত প্রার্থনা-হে প্রভূ পালনকর্তা তোমার সৃষ্টি বাঁচাও,
রুদ্র-রুক্ষ ধরণিতে শান্তি ফিরিয়ে দাও কোমল-বৃষ্টি দাও।