কালিয়া উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহন শুরু।


প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ / ১৪
কালিয়া উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহন শুরু।

মোঃ উজ্জ্বল স্টাফ রিপোর্টারঃ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহন শুরু হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্তু।

বৃষ্টির সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা কবিতা বিশ্বাস বলেন, আমি এখানে প্রথম ভোট দিয়েছি । গত ২০/২২ বছর যাবত সব নির্বাচনে আমি প্রথমে ভোট দেই। ভোটের পরিবেশ খুব ভালো আছে। আবহাওয়া অনুকূলে রয়েছে।

নতুন ভোটার আবুল হোসেন বলেন, আমার প্রথম ভোট সকাল বেলা নিজে দিতে পেরে খুব ভালো লাগলো। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে। যাকে ভোট দিয়েছি আশা করি সে জয়লাভ করবে।

শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে আনসার-পুলিশ ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‍্যাব ও বিজিবির টহল রয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রাথর্ী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

১৪টি ইউনিয়ন ও এশটি পৌরসভা নিয়ে গঠিত কালিয়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২’শ ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১’শ ৭৮ জন, মহিলা ভোটার ৯৭ হাজার ৩১ জন।

৮২টি ভোট কেন্দ্রের ৫’শ ২৩টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।