আমি চেয়েছিলাম


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ / ১৫
আমি চেয়েছিলাম

কবিঃ-রেজাউল ইসলাম রেজা।

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি।

আমি চেয়েছিলাম মুক্তির স্বাদ
তোমরা দিয়েছো শৃঙ্খল পরিয়ে।
আমি চেয়েছিলাম ন্যায় বিচার
তোমরা দিয়েছো নির্মম প্রহসন।
আমি চেয়েছিলাম রঙিন পোশাক
তোমরা দিয়েছো খাকি ইউনিফর্ম।
আমি চেয়েছিলাম সুন্দর দেশ
তোমরা দিয়েছো রক্তাক্ত জনপদ।
আমি চেয়েছিলাম ছন্দময় কবিতা
তোমরা দিয়েছো নৃশংসতার তান্ডব।
আমি চেয়েছিলাম নিজস্ব ভূবণ
তোমরা দিয়েছো নীল ছোবল।
আমি চেয়েছিলাম দুটো চোখ
তোমরা দিয়েছো দৃষ্টিহীনের বেশ।
আমি চেয়েছিলাম মৌলিক অধিকার
তোমরা দিয়েছো ভিখারির হাত।
আমি চেয়েছিলাম জনগণের শাসন
তোমরা দিয়েছো ক্ষমতার দাপট।
আমি চেয়েছিলাম সুখের রাজ্য
তোমরা দিয়েছো অশুভ চক্রান্ত।
আমি চেয়েছিলাম বৈধ সম্পদ
তোমরা দিয়েছো অবৈধ সম্পদ।
আমি চেয়েছিলাম নির্দয় বাস্তবতা
তোমরা দিয়েছো মিথ্যা আবেগ…।