স্বপ্নে রাখাল রাজা
প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ১০:২৯ অপরাহ্ণ /
১২০

মোঃ মামুন মোল্যা
রাখাল ছেলে অতি সরল হেসে কথন বলে,
সারাটা দিন গরু চরায় রিক্ত জীবন বলে!
ডাঙ্গার মাঝে ভর দুপুরে বট গাছের তলে,
একটু হেলা দিতে রাখাল পড়ে ঘুমের ছলে।
ঘুমের ঘরে স্বপ্ন দেখছে উড়ছে নভ ভরে,
মেঘের সাথে করছে খেলা সারা বিকেল ধরে।
পড়ার ছেলে ডাকছে তাকে যাবে মোদের সাথে?
খল-খলিয়ে হেসে বলছে খেলি পরীর সাথে।
অন্য রাখাল বলছে তাকে গরুতে খায় ধান
রাখাল ছেলে বলছে তাকে আমি রাখাল নন।
সাত রাজ্যের রাখাল রাজা প্রজার মাথা নত,
খেত মালিকে লাঠি লইয়ে করছে তাকে ক্ষত।
আপনার মতামত লিখুন :