বিদায় বাইশ সাল।
প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ /
৬১

মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সকল স্বপ্ন পূরন হয়না
হবে হয়তো কাল,,
যাচ্ছে বছর নিচ্ছে বিদায়,
আসছে তেইশ সাল।
হাসি খুশি ব্যাথা কান্না ,
ভয়ে গেলো ভাই,
চমৎকার এক নতুন বছর
স্বাগত জানাই।
যাচ্ছে বছর থাকছে কিন্তু
একুশে ফ্রেবরুয়ারী।
রক্তের মাঝে মিশে থাকা
স্মৃতি বিজোড়ী।
নতুন বছরের নতুন খুশী,
ভাবতেই ভালো লাগে,,
গেলো বছর আসবেনা যে
মনেতে কষ্ট জাগে।
অনেক স্বপ্ন পূরণ করে,
যাচ্ছ তুমি জেনে,
চির অমর হয়ে থাকছো
নিচ্ছি সবাই মেনে।
হাসি কান্নার অশ্রু ভেজা
ছিল আনন্দ উচ্ছ্বাস,
ভালো মন্দ ছন্দ মিলে
রেখেছো বিশ্বাস।
নতুন বছর আগমন যেন
সুন্দর হয়ে রয় ,
আশার আলো ফুলে ভরুক
যেনো মধু ময়।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :