দৃষ্টি,
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ২:৩০ অপরাহ্ণ /
২৪৭

অভিষেক রায় সাহা
হে সৃষ্টিকর্তা
তুমি কি হয়েছো অন্ধ,
এত অন্যায়, অত্যাচার ,
ধর্ষণকারীকে কি
তোমার চোখে পড়ে না।
তারা বারবার মানুষের
বিচার কাঠগড়ায়,
শাস্তি না পেয়ে
পাচ্ছেন নিস্তার।
এদের কি হবে না বিচার
হে সৃষ্টিকর্তা তোমার
কি চোখে পড়ে না
নাকি তুমি হয়েছো অন্ধ
এ মোর প্রার্থনা হে সৃষ্টিকর্তা
অন্যায়-অত্যাচারী ধর্ষণকারীকে
শাস্তি দিয়ে এসব করো বন্ধ,
তাহলেই মানবকূল হইবে ধন্য।
আপনার মতামত লিখুন :