গুরুত্বহীন
প্রকাশের সময় : জুন ৩০, ২০২২, ৫:১৮ পূর্বাহ্ণ /
৩১১

অভিষেক রায় সাহা
একটু অবহেলায়
ঘুনে পোকার মত
ভিতরে ভিতরে সব শেষ।
অন্ধকারে আলো থাকার সত্বেও,
অন্ধকারে হারিয়ে যাওয়া জীবন আমি।
পথ জেনেও ভুল পথে হারিয়ে যাওয়া পথিক আমি, ৷
সাঁতার জেনেও পানিতে ডুবে যাওয়া মৃত্যু আমি।
সব জেনেও না
জানা আমি,
অবহেলার মাঝে,
গুরুত্বহীন অবহেলা আমি।
আপনার মতামত লিখুন :