গভীর রাতে ডিপ্রেশন
প্রকাশের সময় : জুলাই ২, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ /
২৯৮

অভিষেক রায় সাহা
লোক সমাজের কত কথার
ভয়ে তোমাকে,
প্রিয় বিসর্জন দিয়ে
প্রতি রাতে যে যন্ত্রণায় রাত কাটাই।
সে সুখ তো আজ আমাকে
লোক, সমাজ,
ভদ্র পরিবেশ সে সুখ দিতে
পারে না।
সে সুখের অনুভূতি
শুধু তোমার কাছ থেকে পেয়েছি প্রিয়।
লোক, সমাজের, চোখে ভালো হতে গিয়ে,
লোক, সমাজের ভয়ে শুধু হারিয়েছি
জীবনে যত, সখ , আল্লাদ, ভালো লাগার অনুভূতি।
পেয়েছি ভালো, ছেলে হওয়ার, সার্টিফিকেট?
হারিয়েছি শুধু তোমায় প্রিয়।
আপনার মতামত লিখুন :