এক অদম্য হিরো


প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ / ৭৭২
এক অদম্য হিরো
মোঃ রুহুল আমিন
বিশ্বব্যাপী.. জানবে এবার
সেই আলমের গল্প,
বাস্তব হিরোর বাস্তব গল্প
নয়তো কোনো কল্প।
হিরো আলম জীবন যুদ্ধের
এক অদম্য শক্তি,
উচ্ছ্বাস ভরে করছে সবাই
আমজনতা ভক্তি।
আপন গুণেই ….গুণান্বিত
লড়ছে একাই আজি,
বিপ্লব শাক্তি ন্যায়ের যোদ্ধা
রাখে জীবন বাজি।
একতারার ওই সুর উঠেছে
বগুড়া বাসির ঠোঁটে,
বিজয় করে আনবে সবাই
এবার বিপুল ভোটে।
জ্ঞানীগুণীই….আসছে সবাই
ছুটে হিরোর প্রেমে,
কাঁধে কাঁধটা…মিলিয়ে আজ
সেলফি রাখে ফ্রেমে।
হিরো আলম নিয়ে আজকে
করছে সবাই গর্ব,
বিবেক বোধে অধিক জ্ঞানী
নেইতো কোনো দর্প।
হৃদয় উজাড় করে থাকেন
গরিব দুখের পাশে,
তাইতো সবাই আপন টানে
হিরোর ভালো-বাসে।
বিপুল ভোটে বিজয় করে
হবে সবাই ধন্য,
গ্ৰামে গঞ্জে ভোট চাইতে আজ
যাচ্ছে হিরোর জন্য।