হে আকাশ, তুমিও স্বার্থপর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২২, ৩:৫৯ অপরাহ্ণ / ১২৫
হে আকাশ, তুমিও স্বার্থপর
 মোঃ জাহাঙ্গীর আলম।
হে আকাশ, তুমিও আজ বড় স্বার্থপর হয়ে গেলে,
আমার কষ্টের কথা গুলো তোমায় সব দিয়েছিলাম বলে,
গভীর রাত্রে কেঁদে ছিলাম একা, ভাসিয়ে বুক জলে,
এই অবেলায় আমার কষ্টগুলো ফিরিয়ে দিলে, আমায় বৃষ্টির ছলে,
হে আকাশ, তুমি ও আজ বড় স্বার্থপর হয়ে গেলে।
কষ্টের মেঘে ভেসে তোমার বুকে, একটু না হয় হারালাম,
কিছু ভালো, কিছু মন্দের কথা, তোমায় একটু না হয় শোনালাম।
তুমি কারণে-অকারণে উড়াতে যানো, তাহার মাথার কেশ,
আবার কারন অকারনে সবকিছু করে দাও, এক নিমিষেই, কেন শেষ।
কারো বুকে জোৎছনা তুমি, কারো বুকে কঠিন খরা,
হে আকাশ তোমায় কেমনে চিনবো, কখন তোমার কোন ধারা।
   তবে কি বুঝবো তুমিও কাঁদো, আমারি মতো অবিরতো,
তোমার ও বুকে আছে কি, জানা অজানা কষ্টের ক্ষত শত শত।
             আলোয় কিংবা কঠিন কায়াই,
জানিনা কে দিল দুঃখ, তোমার ঐ বিশাল হিয়াই।
    সময়ে-অসময়ে ভিজিয়ে দাও, তুমি বৃষ্টির ছলে,
   হে আকাশ, তুমিও আজ বড় স্বার্থপর হয়ে গেলে।