হৃদয়ে বঙ্গপিতা


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ৫:৪০ অপরাহ্ণ / ৪২১
হৃদয়ে বঙ্গপিতা

আফরিনা পারভীন

হে কাল জয়ী মহা পুরুষ
হে বঙ্গ বীর,
হে চির স্বাধীন চির মুক্তির
হে বঙ্গ জনক মহা ধরিত্রীর।
হাজারো সালাম চির সম্মান
তুমি-ই সেরা প্রিয় নেতা
সেখ মুজিবুর রহমান।
উনিশো পঁচাত্তর পনেরো আগষ্ট
আঠারো জন স্বজন,
ঘাতকের বুলেটে বিক্ষত দেহে
শাহাদত করেন বরণ।
জাতীয়তাবাদ প্রগতিশীল নেতা
তুমি সেখ মুজিবুর রহমান,
তোমাকে হারিয়ে আজ জাতি
শোকে শোকাহত শোকে মুহ্যমান।
বেগম ফজিলাতুন্নেছা বঙ্গ জননী
তোমায় শ্রদ্ধা ও কৃতঙ্গতা,
স্মরণ করি তোমায় হে বঙ্গ মাতা।
শোকাবহ আগষ্ট শোকাবহ রাত
তাক করে বন্দুক কোন কালো হাত
ঘাতকের দল হেঁসে অসুরের হাঁসি,
কেড়ে নিয়েছে জাতির সম্মান
গুটি কতেক সন্ত্রাসী।
আজ ও তারা হায় সারা বাংলায়
যত্র তত্র হামলা চালায়।
আবারো আগষ্ট আবারো সে রাত
আবার হামলা আবার কালো হাত
দু হাজার চারে তেইশ জনকে
গ্রেনেড হামলায় করেছে হত
টার্গেট তাদের বঙ্গ কন্যা
তাকে ও তারা করেছে ক্ষত।

উনিশতম হামলায় এই বাংলায়
ঘাতকের দল ছাড়া পেয়ে যায়,
তবু ও নেত্রী ছাড়েনিকো হাল
সাফল্যে নৌকার তুলেছে পাল।

কালো হাত অ-গনতান্ত্রিকতায়
পঁচাত্তর পরবর্তী সময়ে লিপ্ত ষড়যন্ত্রে,
ঘাতক হারে তবু হাল না ছাড়ে
কুচক্রি মহল ঠকে যায় আবারো
বঙ্গ কন্যার সাফল্য মন্ত্রে।
বঙ্গ পিতা বঙ্গ মাতা ধন্য দেশের প্রাণ
বঙ্গ কন্যা এনেছে বাংলায় বিশ্বের সন্মান।