বিশ্ব নবীজির  জন্মদিন 


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২২, ৫:২০ অপরাহ্ণ / ১৫৫
বিশ্ব নবীজির  জন্মদিন 
 সৈয়দ ইসমাইল হোসেন জনি 
সমস্ত সৃষ্টি আনন্দিত
বিশ্বনবীর জন্মদিন ,
কুল মাখলুকাত রোমাঞ্চিত
আসলো ভবে আল-আমীন ।
পূর্ব পশ্চিম চতুর্দিকে
নুরের রশ্মি চমকালো ,
মহান আল্লাহ নবীজিকে
এই দুনিয়ায় পাঠালো ।
বারোই রবিউল আউয়াল
আরবি মাসের সোমবারে ,
স্বাক্ষী থাকবে মহাকাল
আল্লাহ পাঠালেন তারে ।
মা আমেনার উদর  হতে
নবীজীকে উপহার দিলেন ,
আল্লাহর সৃষ্টি  এই জগতে
নুরের নবী জন্ম নিলেন ।
পিতৃহীন হয়ে এলেন নবী
পিতা আব্দুল্লার ঔরসে ,
দুঃখের কথা লিখতে  কবি
চোখের পানিতে  বুক ভাসে ।
পাঁচশত সত্তর খ্রীস্টাব্দে
সম্ভ্রান্ত কুরাইশ বংশে ,
এলেন নবী উম্মত ত্বরাতে
মানুষ যখন মেতেছে ধ্বংসে ।
পাপাচারে লিপ্ত হয়েছিলো
তখনকার মানুষ তাবত ,
আল্লাহর ইচ্ছায় জন্ম নিলো
বিশ্বনবী হযরত মুহাম্মদ ।  (সঃ)
সুবহে সাদেকে ভূমিষ্ঠ হলো
রহমাতুল্লিল আলামীন ,
সবে আলহামদুলিল্লাহ বলো
সেটি দুনিয়ার শ্রেষ্ঠ দিন ।
এর চেয়ে আর খুশী নাই
ঈদের চেয়েও বড়ো ঈদ ,
নবীজীকে সালাম জানাই
বিশ্ববাসীর  ভাঙলো নিদ ।
আকাশ-বাতাস মুখরিত
নবী যখন জন্ম নিলেন ,
মানব দানব  পুলকিত
সেদিন সবে হয়েছিলেন ।
কাবাঘরের মুর্তিরা সব
লুটিয়ে পড়লো ভূমিতে ,
বুঝিয়ে দিলো মহান রব
রহমাতুল্লিল আলামীন সে ।
শান্তির ধর্ম ইসলাম নিয়ে
এলেন ধরায় বিশ্বনবী ,
অন্য ধর্মকে চমকে দিয়ে
উঠলো ভবে উজ্জ্বল রবি ।
নবীর খাতিরে সবকিছু
সৃষ্টি করেছেন আল্লাহপাক ,
ছুটবো না কেউ মন্দের পিছু
জীবনে যতই দুঃখ থাক ।
প্রাণের চেয়েও অধিক প্রিয়
ভালোবাসতে হবে  নবীজিকে ,
আল্লাহর পরে সম্মানিয়
তার চেয়ে আর আছেন কে ?
নবীর আদর্শ মেনে চলবো
বাঁচবো ধরায় যতদিন ,
সত্য ন্যায়ের কথা বলবো
শোধ হবেনা নবীর ঋণ ।
উম্মতের মুক্তির জন্য
এসেছেন নবী দুনিয়ায় ,
তার কল্যাণে হয়েছি ধন্য
বেধেছেন গভীর মমতায় ।
নবীর অপমান হতে দেবোনা
দেহে যতদিন থাকবে প্রাণ ,
কোনো ষড়যন্ত্র মেনে নেবো না
রক্ষা করবো নবীর সম্মান ।
নবীর সুন্নত কায়েম করে
ঈমানের পরিচয় দেবো ,
সকল মুসলিম নারী নরে
কোরান হাদীসের শিক্ষা নেবো ।
প্রিয় রাসূল মদিনার ফুল
সব মাখলুকের নবী তিনি ,
তাকে চিনতে করিলে ভুল
মানবে না আল্লাহ ছিনিমিনি ।
আল্লাহপাকের বন্ধু নবী
পাড়ের কাণ্ডারী উম্মতের ,
ভেবে বলছি নাদান কবি
মহা মানব সে বিশ্ব জগতের ।
এস.আই. জনি নবীর প্রেমে
সদাশয় হয় আত্মহারা  ,
নবীর ভালবাসা হৃদয় ফ্রেমে
তার ধ্যানে থাকে পাগলপারা  ।
সকল মুসলিম ঐক্য গড়ি
নবীকে ভাবি ধ্যানের ছবি ,
সবাই মিলে পালন করি
পবিত্র ঈদে মিলাদুন্নবী ।
মুক্তির সওগাত নিয়ে এলো
রহমাতুল্লিল আলামীন ,
তামাম জাহান আনন্দ পেলো
বিশ্ব নবীজির  জন্মদিন ।