ধরি গুণের বাংলা


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ৫:০২ অপরাহ্ণ / ৪২১
ধরি গুণের বাংলা

মো ঃ মামুন মোল্যা

কত শত নদী ধেয়ে চলে বঙ্গে এলোমেলো অঙ্গ চিরে,
মাঝি ডিঙি বায় জেলে ধরে মীন বঁধুরা কলসি ভরে।

সাঁঝে কত শত জোনাকি ছুটিল ঝিঁঝিঁরা বাজায় বাঁশি,
ভোরের হিমেলে প্রকৃতি স্নান নে তরুণী
দর্শনে খুশি।

কুঁড়ি পুষ্প হয়ে ফুটিল কাননে বাতাসে সৌরভ ভাসে,
ছোট বড় পাখি অরণ্যে অরণ্যে তারা বাঁধে নীড় এসে।

ঝাঁকে ঝাঁকে পাখি আসে আঙিনায় বসন্তের হাওয়া বয়
আজানের ধ্বনি দোয়েলের গানে নিষ্ক্রয়তা ভেঙে যায়।

আঁধার তাড়িয়ে সূর্যি মামা বসে,আলোর আসনে
মাতা ডাকে খোকা সকাল হয়েছে স্কুলে যাও এখনে ।

 

গুরু জন বুঝে তুলে ধরে এই জন্মভূমি মিহি চয় ,
সব ছাত্র-ছাত্রী দিব্যি করি চিত্তে স্বদেশ ধরতে চাই।