অবুঝ মন     


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ১:৪৪ অপরাহ্ণ / ৩৭৭
অবুঝ মন     
সৈয়দ ইসমাইল হোসেন জনি 
মিছে মায়ায় ডুবে রইলে
সাধের অবুঝ মন  ,
ভবের প্রেমে মগ্ন হইলে
চিনলেনা মূলধন  ।
আসল বাড়ির আশা ছাড়ি
মিথ্য্য নিয়ে আছো পড়ে ,
মৃত্যুর পরে আসল বাড়ি
দেখো তুমি চিন্তা করে ।
কবরের ওই অন্ধকারে
কেউ কি থাকবে সাথে ?
কিসের জোরে যাবিরে পাড়ে
কঠিন পুলসিরাতে ?
দালানকোঠা স্বর্ণের বাড়ি
থাকবে ধরায় পড়ে ,
যেতে হবে সবকিছু ছাড়ি
মাটির আসল ঘরে ।
সময়মতো বুঝলি নারে
সাধের অবুঝ মন ,
হিংসা গর্ব অহংকারে
কাটিয়ে দিলে জীবন ।
করলিরে পাপ জেনেশুনে
শয়তানি চালে পরে ,
হিসাব নিবেন গুনে গুনে
 আল্লাহ রোজহাসরে ।
মিছে মায়ার এই সংসার
চেয়ে দেখো ডানেবামে ,
কবরে বাহাদুরি তোমার
লাগবেনা কোনো কামে ।
মিথ্যার শক্তি মিথ্যার জয়
হয়ে যাবে ছাড় খার ,
দীর্ঘস্থায়ী কখনও নয়
এ সমস্ত অনাচার ।
মনের সকল অন্ধকার
ঝেড়ে মুছে ছাপ করো ,
 হৃদয়কে করে পরিস্কার
পুণ্যের পথটি ধরো ।
বুঝে করো না বোঝার ভান
হায়রে অবুঝ মন  ,
এখনই হও সাবধান
সদা থাকো সচেতন
ছাড়ো সকল লোভ লালসা
লোভ করা ভালো নয় ,
চাও আল্লাহর ভালবাসা
খুশী হবে দয়াময়   ।
নামি-দামি বীর পালোয়ান
কোথায় আজকে তারা ?
কারো কবর কারো শ্মশান
কেউ পাইবে না ছাড়া ।
হায়রে প্রিয় অবুঝ মন
সকল অন্যায় ছাড়ো ,,
ন্যায়ের পথে করো গমন
কেউ নয় কিন্তু কারো ।
করো মানব হৃদয় জয়
হারাম  বস্তু খেও না ,
মনে রাখো মরণের ভয়
পাপের পথে যেওনা ।
অন্যের দোষ খোঁজার আগে
নিজের দোষটা খোঁজো ,
তোমার ভালোর অগ্রভাগে
পরের ভালোটা বোঝো ।
অসত্যের পথ ছেড়ে দিয়ে
সত্য পথে চলো মন ,
ভাবতে হবেনা কিছু নিয়ে
সুখে কাটবে জীবন ।
এস.আই. জনি সদা ভাবে
দিবানিশি সারাক্ষণ ,
পরকালে কিসে মুক্তি পাবে
হায়রে অবুঝ মন  ???