শ্রাবণের ঝর্ণাধারায়


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২২, ৪:৩৭ অপরাহ্ণ / ৩৫০
শ্রাবণের ঝর্ণাধারায়

নীতা কবি মুখার্জী

শ্রাবণের ধারার মত তোমায় ভালোবাসি
তোমার প্রেমের পরশ পেতে তাই বারে বারে আসি
সারাদিন শুধু ঝরো ঝরো ঝরে, এ উদাস মন উচাটন করে
তোমার কথাই শুধু মনে পড়ে, টুপ-টুপ জলে পাতাগুলি নড়ে
মেঘেরা ভাসে আর প্রেম করে, আমার মনও ভালোবাসায় ভরে।
একদিন এমত শ্রাবণ-সন্ধ্যায় হাতে রেখেছিলে হাত
আজ ভুলে গেছো, তবু মনে পড়ে কি সে রাত?
কদম্বের তলে দাঁড়িয়েছিলাম নয়নে নয়ন রেখে
আকুল হৃদয়ে কাছে এসেছিলাম তোমার ও মুখ দেখে।
বলেছিলে তুমি আমি যে তোমার শত স্বপনের ধন
সেদিনের কথা শুনেছিল কান, ভরেনি এ প্রাণমন।
শ্রাবণধারায় সিক্ত বসনে কেটেছিল বহুক্ষণ
কৃষ্ণমেঘের ছোটাছুটি ছিল, মনে ছিল আলোড়ন।
সে শ্রাবণ ধারা আজো ঝরে, হায়, শুধু তুমি পাশে নাই
শ্রাবণ-বরিষণ মানে না সে কথা, অবিরত ঝরে যায়।
এই আশা নিয়ে শুধু বসে আছি আসবে আমার প্রিয়
সেই শুভক্ষণে সিক্ত-বসনে আমায় কাছে টেনে নিয়ো।