স্বার্থের মোহ


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ / ২৪
স্বার্থের মোহ

রেজাউল ইসলাম রেজা

বোধ-বুদ্ধির মানুষেরা এখন বিকলাঙ্গ। তাদের মেরুদণ্ড বাঁকা, হাত থেকেও প্রতিবন্ধী, চোখ থেকেও অন্ধ, মুখ থেকেও বধির।অঙ্গগুলো বিকল।

হৃদয় হাসনাহেনার ঘ্রাণে এখন আর আন্দোলিত হয় না, সজীবতা এখন নির্জীব। অস্থির এক সংস্কৃতি ক্রমশ আমাদের অসহিষ্ণু করে তুলছে। স্বার্থের মোহে অন্ধ, ভেদ রেখা টেনে দেই -বাড়িয়ে তুলি দুরত্ব! পরের অনিষ্ট করতে একটুও দ্বিধাবোধ করি না।

সততার আলো জ্বেলে আঁধারে পথে চলতে ভীষণ কষ্ট হয় !
ভালোকে “ভালো ” মন্দ কে মন্দ বলতে কন্ঠ কেঁপে উঠে।

অন্যকে বিপদে ফেলে স্বার্থ উদ্ধারের ফন্দি ফিকিরে মরিয়া।

মরিচাধরা মেধা-মনন, পঁচা দুর্গন্ধ মাখা পথ। অন্যের ক্ষতি করাই আমাদের প্রবৃত্তি। ন্যায়ের পথ রূদ্ধ, সেদিকে তাকানোর কোন সুযোগ নেই।

আমরা অন্যের প্রদীপ জ্বালানোর ব্রতে নিয়োজিত অথচ নিজের নিভু-নিভু প্রদীপের খবর রাখি না !

আমরা চাই আর চাই, আইন-নিয়ম উপেক্ষা করেও তা চাই। এই আমাদের শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ !