জমি নিয়ে বিরোধে গুরুতর জখম। পরেশ চন্দ্র রায় সহ ৪ জন।


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ / ৭৬
জমি নিয়ে বিরোধে গুরুতর জখম। পরেশ চন্দ্র রায় সহ ৪ জন।

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

বিগত দুই মাস ধরে জমি নিয়ে বিরোধে গুরুতর জখম পরেশ রায(৫৮)
পিতাঃ গুঠু রাম রায়। সহ ৪,জন

ঘটনাটি ঘটে দিনাজপুরের খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ৯,নং ও ওয়াড দুবলিয়া গ্রাম মহেশ পাড়ায় ঘটনাস্থলে গিয়ে জানা যায় পূর্বে থেকে জমিটি পরেশ চন্দ্র রায়ের দখলে রয়েছে এবং সেই জমিতে ধান লাগিয়েছেন পরেশ চন্দ্র রায়।
আজ ৮,ই ডিসেম্বর ২০২৩, শুক্রবার সকালে সেই জমির ধান কাটে বিবাদী টনু রায়ের ছেলে উমাপদ রায়, কনক রায়, এবং কাকা বিষ্টু রায় ও মাধব চন্দ্র রায় সহ জমিটির ধান কাটে সে সময় পরেশ চন্দ্র রায় এসে ধান কাটতে বাধা দেয়ায় বিবাদীরা সকলেই তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে মারপিট শুরু করে এ সময় খবর পেয়ে বাদী পরেশ চন্দ্র রায়ের দুই ছেলে এসে বাধা দিতে গিয়ে তাদেরকেও মারপিট করে ঘটনাস্থলে বাবু রায়ের ছেলে প্রশান্ত রায়ের মাথা ফেটে যায়
এবং স্ব জোরে আঘাতের কারণে পরেশ চন্দ্র রায়ের চোখের নিচে এবং হাতের কনিতে ফেটে গর্ত হয়ে যায়।

পরেশ চন্দ্র রায় বাবু চন্দ্র রায় অবিনাশ চন্দ্র রা
য় ও প্রশান্ত চন্দ্র রায় সহ ৪ জনকেই খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়।

বিগত এক মাস ধরে জমিটির মামলা খানসামা থানার এ এস আই তসির উদ্দিন এর দায়িত্বে চলমান রয়েছে।

তারিখঃ ৮/ডিসেম্বর ২০২৩ শুক্রবার
মোঃ আতাউর রহমান