কালিয়ায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ / ১৩
কালিয়ায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

মুহাম্মাদ উজ্জল শেখ,স্টাফ রিপোর্টারঃ নড়াইল কালিয়া, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, যখনই ঈদের ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফিরেছে, তখনই গরমের তীব্রতায় সঠিকভাবে কাজ কর্মে ও ব্যবসা – বাণিজ্য।
গরমের কারণে নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না সাধারণ ব্যবসায়িক,দিনমজুররা, ভ্যানচালক অনেস্টেশন কাজ,শ্রমিক কৃষক তীব্র গরমে কাজ করতে পারছে না। নড়াইল জেলার, অন্তর্গত একটি উপজেলা কালিয়া উপজেলাটির চারিপাশে নদী বিস্তৃত,গাছপালা খাল বিলে অপরূপ সুন্দর যে ভরা, শ্যামল বাংলার একটি উপজেলা কিন্তু দিন যাচ্ছে,গাছ নিধনের ফলে, তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে , তার একমাত্র কারণ, কালিয়ায় বিপুল পরিমাণ গাছ নিধন ইট ভাটার জ্বালানি হিসেবে, চাহিদা মিটি আসছে, বিভিন্ন ধরনের আসবাবপত্রে ও ফার্নিচার প্রতিবছর বিপুল পরিমাণ গাছ নিধন করা হয়, সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না এই উপজেলাটিতে, তাই দিন দিন গরমের তীব্রতা বেড়েই চলেছে।তাই সাধারণ মানুষদের সচেতন করে বেশি বেশি গাছ লাগানোর বিভিন্নভাবে পরামর্শ প্রদান করতে হবে।