বিজয়ের মানে 


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ / ৯৬
বিজয়ের মানে 

 সৈয়দ ইসমাইল হোসেন এস.আই. জনি

বিজয় মানে ভোট ডাকাতি
খুনখারাপি ধর্ষণ নয় ,
বিজয় মানে রাতারাতি
মানব হৃদয় কর্ষণ নয় ।
বিজয় মানে ঘুষের রাজ্য
কর্ম বিহীন বেকার নয় ,
বিজয় মানে অবৈধ সাম্রাজ্য
গায়ের জোরে দখল নয় ।
বিজয় মানে স্বাধীনভাবে
কথা বলতে নিষেধ নয় ,
বিজয় মানে জীবন যাবে
যখন-তখন এমন নয় ।
বিজয় মানে দেশ বিরোধী
ষড়যন্ত্রের শিকার নয় ,
বিজয় মানে তোষামোদি
চাটুকারের দালাল নয় ।
বিজয় মানে জবরদস্তি
কারোর সঙ্গে জুলুম নয় ,
বিজয় মানে মনের স্বস্তি
হরণকারী মাস্তান  নয় ।
বিজয় মানে দেশের টাকা
দূর বিদেশে পাচার নয় ,
বিজয় মানে ভিতরে ফাঁকা
উন্নয়নের পাহাড় নয় ।
বিজয় মানে ভাষণ দিয়ে
জাতির সাথে ধোঁকা  নয় ,
বিজয় মানে বোকা বানিয়ে
দেশের স্বার্থ লোপাট  নয়।
বিজয় মানে ক্ষমতালোভী
অমানবিক কৌশল নয় ,
বিজয় মানে দেশের ছবি
বিকৃতভাবে প্রচার নয় ।
বিজয় মানে ছাত্রছাত্রীদের
ন্যায্য আন্দোলনে বাধা নয় ,
বিজয় মানে সর্ব যাত্রীদের
চলাচলে কোনো বাধা  নয় ।
বিজয় মানে ড.মুরাদের
আপত্তিকর কুকথা নয় ,
বিজয় মানে অপকর্মের
ক্ষমতার বলে ক্ষমা নয় ।
বিজয় মানে অপশাসন
লোক দেখানো ভাষণ নয় ,
বিজয় মানে কোনো আসন
স্বার্থের জন্য বন্টণ নয় ।
বিজয় মানে মা-বোন দের
ইজ্জত নিয়ে তামাশা নয় ,
বিজয় মানে লম্পটদের
রাতের আঁধারে ক্ষমা নয় ।
বিজয় মানে বিরোধীদের
সভাসমাবেশ ভন্ডুল নয় ,
বিজয় মানে একে-অন্যের
রেষারেষির ব্যাপার নয় ।
বিজয় মানে চরমপন্থী
এটা আমাদের কাম্য নয় ,
বিজয় মানে মানবগ্রন্থী
এটাই হলো মূল বিষয় ।
বিজয় মানে নয়নমণি
প্রতি সন্তান মা-বাবার কাছে ,
ভেবে বলে এস.আই.জনি
বিজয়ের তাৎপর্য আছে ।
বিজয় মানে মনের কথা
একমাত্র ঐ আল্লাহ জানে ,
বিজয় মানে পূর্ণ  স্বাধীনতা
সেটা হলো বিজয়ের মানে ।