ধরার পরে 


প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ / ১০৭
ধরার পরে 

সৈয়দ ইসমাইল হোসেন জনি

একটি বছর গেলো চলে
স্মৃতির পাহাড় রেখে ,
আমার অবুঝ মনে বলে
স্বপ্নের পরশ মেখে ।

বছর কাটলো সুখেদুখে
জীবন নদীর বাকে ,
অনেক বিপদ দিছে রুখে
মহান আল্লাহপাকে ।

আবার বছর চলে এলো
এখন কেমন করি ?
নতুন দিনের ছোঁয়া পেলো
আমার জীবন তরী ।

হিসাবনিকাশ করে আমি
পাড়ের সম্বল খুঁজি ,
পাক – পরোয়ার অন্তর্যামী
চাইবে পাড়ের পুঁজি ।

চলবো সদাই ভালো পথে
জনম জনম ভরে ,
করবো না পাপ কোনমতে
এই না ধরার পরে ।