চন্দ্রমা


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ / ২৪
চন্দ্রমা

মাসুম বিল্লাহ

আঁকাশ প্রাণে তাঁরায় ভরা,
চন্দ্রমার ঐ হাঁসি!
বাঁগান জুড়ে ফুলে সাজা,
সবে দেখতে আসি।

পুকুর ধারে ফুলে ভাঁসে,
কদম ফুলের সাজে!
কত রঙের ফুল ফুটেছে,
দেখত মাঝে মাঝে।

পুকুর পাড়ে সেই প্রজাপতি,
উড়ছে কত পাখি!
ফুলের তারা সবার হাতে,
সেজে নাহি বাঁকি।

ঝিলিমিলি সেই তাঁরা ভরা,
নিরবে নদী মরা।
আঁকাশ বাতাস ঝর্না ধাঁরা,
হেথায় পথ হাঁরা।

রাতের মাঝে সেই আঁকাশে,
চন্দ্রমা যে হাঁসে!
দেখতে সেথায় গোলাপ ফুলে,
সবাই দেখতে আসে।