২৩ নং ওয়ার্ডের ছেলেটি টেনে নিয়ে যাচ্ছে ট্রলিটি
হাসফাস করে কাঁদো কাঁদো চোখে ট্রলি ঠেলছে ছোট্ট ছেলেটি।
বহুকাল বিষন্নতার প্রলেপ লেগে আছে বোধহয় তার চেহারায়
দেখে মনে হচ্ছে এই মুহূর্তে সে-ই ধরার সবচেয়ে অসহায়।
ময়মনসিংহ মেডিকেলের আইডি কার্ড যখন গলে ঝুলে গিয়েছিল!
তখনই অসহায়ত্ব তার উপর চেপে বসেছিল।
ডাক্তার স্বান্তনার সুরে মাঝে মাঝে অন্য কথাও বলছে
বুঝা যাচ্ছে রোগীর জীবন ধরার বুকে ঝুলছে।
কে দেয় তাদের স্বান্তনা? কে শুনায় স্বস্তির গান?
সুস্থ জীবনে কতটুকুই বা রেখেছিল স্বস্তির অবদান!
আত্মীয়-স্বজন, পাড়াপড়শি করেছে কত নিন্দা
সুস্থ জীবনেই করে ফেলেছিল বিষন্ন জগতের বাসিন্দা।
আপনার মতামত লিখুন :