বেহায়ামি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ২:৪৩ অপরাহ্ণ /
১৫২

সৈয়দ ইসমাইল হোসেন জনি
পোষাকের স্বাধীনতা চায় যারা
এ সাহস কোথা থেকে পায় তারা ?
নারীদের অনেকেই হয় হাবা
সমাজের হলোটা কি যায় ভাবা ?
ভার্সিটির ছেলেমেয়ে ভুল পথে
চলতেছে খোলামেলা কার মতে?
দাদিদের কথা বলে ফাঁক খুঁজে
কেমনেতে থাকি বলো মুখ বুজে ?
ওদেরকে ধরে সবে কান মলো
নগ্নতার স্বাধীনতা হয় বলো ?
এ-যুগের নারীগুলো হীন মন্য
সমাজের দফারফা তার জন্য ।
পোষাকের স্বাধীনতা নয় সেটা
হীনতার বাড়াবাড়ি হয় এটা ,
সভ্যতার ছোঁয়া নিয়ে দাও আলো
নর নারী ক্ষমা চেয়ে হও ভালো ।
ইসলামি হুকুমতে দ্বীন মেনো
নিজেদের শালীনতা নাই কেন ?
অহেতুক বারাবাড়ি সব মিছে
অশালীন পোষাকেতে সুখ কিসে ?
একবাক্যে জনি বলে হক কথা
যার আছে শালীনতা থাক তথা ,
পোষাকের স্বাধীনততা জল ঢালো
মানুষের বেহায়ামি নয় ভালো
আপনার মতামত লিখুন :