প্রেম দিয়ে গড়া।
প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ /
৬১

মুহাম্মদ সিরাজুল ইসলাম।
স্বামী স্ত্রীর জুটি দিয়ে
সুন্দর পৃথিবী গড়া,
পুরুষের প্রেম নারীর হৃদয়
পূষ্প সৌরভে ভরা।
কবির কাব্য উপন্যাসে গাঁথা
নারীরা পাই রত্ব,
পুরুষ বিনে নারীর হয়না
কখনো যে বীরত্ব।
দুটি হৃদয়ের আঙিনায়
বহে যদি সুবাতাস,
সংসার জীবনে ফিরে আসে
সুখের শান্তির রাশ।
প্রেমে বিনয় নম্রতা মোহ
হৃদয় গড়ে সুন্দর,
চিত্তে সাথে মনো বিত্তের
পরিপাটি অন্তর।
প্রেম দিয়েতো আদম গড়া
তাইতো পড়ি প্রেমে,
জীবন পটে খুঁজে দ্যাখি
যাইনি আজও থেমে।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :