নকল কবি


প্রকাশের সময় : জুন ২, ২০২২, ১:২৭ অপরাহ্ণ / ৩৪৪
নকল কবি

হাবিবুর রহমান

ললনার সময় চাহিবার ইচ্ছা
কবি করিলেন পূর্ণ
শুরু হলো আলাপনের ঝনঝনানি
শেষ যেন হবে না।
রয়ে যাবে অপূর্ণ আলাপচারিতার সাথে সাথে রমনি
করিলেন ভোজের আয়োজন ইশারা,
আর ভাষায় চলিল কবি ও নকল কবির,
প্রেমিকার কথার সংযোজন আর বিয়োজন
ভোজের পরিশেষে কবি বলিলেন।
আমার সময় হইয়াছে চলে যাওয়ার
নকল কবির প্রেমিকা কিছু কহিলেন না
শুধু বলিলেন পরবর্তীতে দেখা করার
ক্রমে ক্রমে চলিত লাগিল প্রেমের ঘর্ষণ।
দুজনের অজান্তেই ঘটে গেল
প্রেমের বজ্রপাত,
এতো সুন্দর রমণী কে পেয়েও কবি চিহ্নিত
এ প্রেমেরও যেন না হয় অগ্নুৎপাত।
এতো সন্দেহ আর এতো হতাশা নিয়েও
কবি ডুব দিলেন প্রেমের সমূদ্রে
নিজেকে আবার ভিজাইলেন
প্রেমের মিষ্টি জলে যাহা পড়ে হিমাদ্রে।
এভাবেই চলিল প্রেমের রেখা
কষ্ট হতো না এমন
যদি পৃথিবী ধবংস হয়ে যেত
কিন্তু না হয়েছে অন্য বিয়োজন

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর