জীবনের নামতা-


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ /
জীবনের নামতা-

 

এম,বাপ্পি হোসাইন সাগর।

বয়স’টা বেড়ে আজ,ছয়-ঘর’ নামতায়

নাতি-পুতি কাছে এসে,দাদা বলে ধমকায়!

ছয়-দশে গুন শেষে-বয়স’টা হলো ষাট

দো’চালা ঘরগুলো ভেঙে হলো ফিটফাট।

ভাঙেনি’তো বন্ধুর বন্ধন–!

স্কুলে বেঁচে নেই কোন বুড়ো মাষ্টার-

আছে শুধু ক্ষয়ে যাওয়া ভোতা এক ডাস্টার।

পথে নেই হাটুজল,কোথাও আর কাদা নেই

এখন আগের মতো,কারো মনে সাদা নেই।

আছে শুধু মনভরা জঞ্জাল–!

চায়ের দোকানগুলো খবরের কাগজ আজ

পোশাকের বেশ নেই!হেন-তেন-যেন সাজ।

বুড়ি হয়ে-হাটু মুড়ে,গেছে ভাবি ললিতার

অকালে পটল তোলে হাবাগোবা স্বামী-তার।

কেও তাই নেয়না’তো তার খোজ–!

মাথাভরা চুলগুলো হলো সাদা কাশফুল

খালিচোখে সাপটা’কে লাঠিভেবে করি ভুল!

হাটা-হাটি খাটা-খাটির আর বুঝি নাই দিন

বেড়েছে’যে বহুদেনা শুধিতে হইবে ঋণ।

হয়তো সময় নেই বেশিদিন–!