চাতকীর ন্যায়
প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ /
২৩

রফিকুল ইসলাম মানিক
জীবন বহতা নদীর ন্যায় বর্ষায় যৌবনা
শীতে শুষ্ক বালুকাময় চর,নানান বাঁকে বদলায় চালচিত্র।
চড়াই উৎরাই পেরিয়ে কভু দেখা মিলে
বন্ধু যদি হতে চাও বাড়িয়ে দাও হাত
গল্প করে কাটিয়ে দেব
আদরে আদরে ভরিয়ে দেব পরম সোহাগে
জোনাকিরাও আমাদের সাথে বিনিদ্র রাত জাগে
কোলে তোমার দিয়ে মাথা
বলবো তোমায় অনেক কথা আপন করে তুমিও নেবে নিজের মত করে
চোরাগলির চোরা পথে মিষ্টি সুখের ভীড়ে ।
মোহনায়,মাঝপথে জলশূন্য হয়ে থামে নদীর গতিপথ।
অপেক্ষা বর্ষার স্রোতের তোড়ে গতি হবে পথের, অপেক্ষার প্রহর কাটে চাতকীর ন্যায়।
দিগন্তে চোখ মেঘের অপেক্ষায় দীর্ঘতর সময়
কাটে হাপিত্যেশে।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :