ArabicBengaliEnglishHindi

আপন আমার এই দুনিয়ায় নাই


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ / ১৭
আপন আমার এই দুনিয়ায় নাই

মোঃ ইসহাক মিয়া

কারে বলিব দুঃখের কথা
সবাই শুধু দেয় যে ব্যথা,
আপন আমার –
এই দুনিয়ায় নাই।(অন্তর)
ভাবি আমি যাদের আপন
তারাই ভাঙ্গে আমার স্বপন,
দুঃখ বলার সুহৃদ ভবে-
আমার কেহ নাই।(অন্তর)
ভাই বেরাদার বন্ধু সুজন
হইল না কেউ মনের মতন,
বিশ্বাসের ঘরে করে চুরি-
হেরি আমি তাই।(অন্তর)
স্ত্রী আর স্নেহের পুত্র কন্যা
তারাও ভাঙ্গে বুকের পাঁজর খানা,
মানুষ কুলে আপন খোঁজে –
আর তো নাহি পাই।(অন্তর)
যারা আমার ছিল আপন
ঘুচাতো ব্যথা করে যতন,
সেই মাতা পিতা’ই যে আমার-
কেহ’ই বেঁচে নাই।(অন্তর)
%d bloggers like this: