স্বপ্ন কে রক্ত দিয়ে পদ্মা সেতু দৃশ্যমান


প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ / ৫৩৬
স্বপ্ন কে রক্ত দিয়ে পদ্মা সেতু দৃশ্যমান
মোঃ মামুন মেল্যা
পদ্মা সেতু কি শুধু স্বপ্ন ছিল? হ্যা, সত্যি সত্যি কোন একদিন শুধু স্বপ্নই ছিল, কিন্তু তা আজ আর নয়। মানুষ দুই ভাবে স্বপ্ন দেখে। কেহ ঘুমিয়ে ঘুমিয়ে কেহ জেগে জেগে স্বপ্ন দেখে। বাঙালি জাতি ও স্বপ্ন দেখতো, পদ্মা নদীর বুকে সেতু হবে। সেটা পুরাপুরি ছিল ঘুমের ঘরে স্বপ্ন দেখার মতো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্বপ্ন দেখতো, তবে ঘুমের ঘরে নয়, জেগে জেগে। জাগ্রত স্বপ্ন ভীষণ রূপ ধরন করে। তখন ক্ষমতা নেই হাতে। জাগ্রত স্বপ্ন তাকে খুঁড়ে খুঁড়ে খায়। ক্ষমতা হাতে পেয়ে দেশ ও দশের ঘুমান্ত স্বপ্নকে তার জাগ্রত স্বপ্নে রূপ দিতে ব্যাকুল। শুরু হয় জাগ্রত স্বপ্নের পদ্মা সেতুর রূপ রেখা নকশা তৈরির কাজ। দেশিও অর্থায়নে পদ্মা সেতু হবে সেটা বাস্তব তো দূরে থাক স্বপ্নে ও কল্পনা করেনি। বিশ্ব ব্যাংকের ঋণে জাগ্রত স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হবে। এটা নিশ্চিত জেনে পথ চলেছে। এই স্বপ্নের পথ চলায় ফাল হয়ে দাঁড়ায় কিছু দেশিও বিদেশি শত্রু।এদের দূর্নীতির কারণে ক্ষত-বিক্ষত করে তোলে গোটা বাঙালি জাতিকে। এতে পদ্মার আকাশে দেখা দেয় মেঘের ঘনঘটা। কালো মেঘের পাশ ঘেঁষে ক্ষত- বিক্ষত রক্তাক্ত বাঙালির অর্থায়নে পদ্মা সেতু গড়তে শেখ হাসিনা নেমে যায় ময়দানে। হাঁটি হাঁটি পা পা করে কাজ  করছে আপন গতিতে। কিছু লোক পিছু ডাকে পদ্মা সেতু মাঝ পথে হারিয়ে যাবে। বঙ্গবন্ধুর কন্যা হেরে যাওয়ার পাত্রী নয়,দেশবাসী ইতিহাস ভুলিনায়। শত্রু দল,শেখ হাসিনার স্বপ্ন কে নয়, বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন কে লয় করতে লেগে আছে সর্বক্ষণ। এরা বাঙালি জাতির মহা শত্রু আর শত্রুর দোসর। শেখ হাসিনা শত্রুর শত ষড়যন্ত্র কিংবা পচা পচা কথা শুনে ও হাল ছাড়েনি।
শেখ হাসিনার দুঃসাহসীকতা আর কঠিন ধৈর্য্যের ফলে, ষোল কোটি একানব্বই  লক্ষ এক হাজার এর ও অধিক  বাঙালির স্বপ্নের পদ্মা সেতু, আজ পদ্মার বুকে দৃশ্যমান হয়ে সূর্যের মতো আলো ছড়াতে শুরু করছে বাঙালিদের কল্যানে।
অ্যাটাচমেন্ট এরিয়া