মানুষ হয়ে বাঁচি


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২২, ৫:৩৮ পূর্বাহ্ণ / ৩৭৬
মানুষ হয়ে বাঁচি

মাহমুদা সুলতানা

ঠিক ভুল কে করে দেবে ঠিক?
তুমি যাকে ভুল বল
আমি বলি ঠিক।
আমি যাহা মান্য করি
পূজি শত বার,
তুমি নাও মুখ ফিরায়ে
এ কেমন বিচার।
যাহা সত্যি তাহাই মিথ্যা
স্থান কাল আর পাত্র ভেদে।
তবে কেন এত হাহাকার
এত কোলাহল কেন বা রক্ত ঝড়ে?

আজ পৃথিবী দুই মেরুতে দাঁড়িয়ে, আছে ধর্ম আর অধর্ম।
আস্তিক আর নাস্তিক।
সবই তো মানুষ দেখি
আস্তিক কি বা নাস্তিক।
কেউ করে ধর্ম রক্ষা
কেউ বলে মানুষ।
মানুষ ছাড়া কি ধর্ম বাঁচে?

কেউ ভাঙ্গে মসজিদ
কেউ বা আবার মন্দির।
আমি বলি ভাঙ্গা ভাঙ্গি বাদ দিয়ে মানুষ হয়ে বাঁচি।