মশা


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২২, ৯:৫২ পূর্বাহ্ণ / ৬০৩
মশা
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
ছোট্র প্রাণী নামটি তাহার
সবাই জানে মশা।
গুন গুনিয়ে ডাকে সদাই
পেশা রক্ত চোষা।
আদুল গায়ে খোলা মাঠে
যায় না উঠা বসা।
সুযোগ পেলেই কামুড় মারে
ছোট্র প্রানী মশা।
মশার ভয়ে ভীত থাকে
ধনী-গরীব সবে।
কয়েল মশারি টেনে তাই
ঘুমায় সতত ভবে।
মারতে মশা করছে কেহ
সরকারি ধন চুরি
বছর বছর করছে বাজেট
খেতে যে পেট ভুরি।
মশার ওষুধ ছিটাই দিলে
নর্দমা আর বস্তি।
তাহলে যে কমবে মশা
সবাই পাবে শস্তি।