ভালবাসি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ২:৩৩ পূর্বাহ্ণ / ৫৮৩
ভালবাসি

প্রণব মন্ডল

তার সাথে কথা হলে কেন অশ্রু ঝরে?
তার কথা বলতে গেলে কেন কন্ঠ জড়িয়ে আসে?
তার কথা মনে হলে, কেন মন খুন শুটি বাঁধে?
তার কথা ভাবতে গেলে, কেন চোখ স্বপ্নে বিভোর?
তার উপস্থিতি অনুভব করলে, কেন শিহরিত,পুলকিত হই|
দুঃখের দিন এ,সে পাশে রয় , সুখের দিন এ কেন নয়?
তাকে দেখলে ইচ্ছে হয় জড়িয়ে ধরি ক্রন্দন করি,
তার বুকে লুটিয়ে পরি|
তার আলিঙ্গনের স্বাদ,
তিলে তিলে অনুভব করি|
তার স্পর্শে কাতর, আমি নিস্তেজ হয়ে পরি|
মরি মরি আহা লাজে নুইয়ে পরি তবু ইচ্ছে করে বলি,
তুমি আমার রক্তে প্রবাহিত, শিরায় শিরায় বাহিত হয়ে,
রয়েছ হৃদপিন্ডের মধ্য খানে|
সারা পৃথিবীকে চিত্কার করে বলি,
তুমি আমার, তুমি আমার একান্ত আমার
আমি তোমায় আমার প্রাণ এর চেয়ে ও বেশি ভালবাসি |