ভাবো কি তুমি? 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৭:৩৯ পূর্বাহ্ণ / ৫৬৫
ভাবো কি তুমি? 
 রাহেলা আক্তার 
তুমি বিহনে আজ শূন্য আমি-
এই নীড়ে ফিরবে কবে?
বিদায় নিয়েছো তুমি যবে
আমার মতো করে ভাবো কি তুমি?
ক্ষনিকের বিদায়,তবু কেনো জানি
কখন হবে আবার দেখা-
নয়ন জুড়াবো দেখে লেখা
ধূ-ধূ বালুর প্রান্তরে আছো মানি।
বিভীষিকাময় করে তুলে, একাকীত্বের শূন্যতা
তুমি বিনা কাটেনা প্রহর ;
আছো বটে আজব শহর
প্রণয় প্রীতিতে পাবো কবে পূর্ণতা।
অদৃশ্য ছবিতে জুড়ায় কি কখনো প্রাণ?
না দেখে ওষ্ঠের হাসি;
অক্ষিযুগলের অপলক খুশি
মুগ্ধ নয়ন,ছড়াবে গোলাপের ঘ্রাণ।
সন্ধিক্ষণের মিলনমেলায় কাটিয়েছি শতো স্মৃতি
কখনো রাগ অভিমানের সুরে;
অশ্রু ঝরালে আবার প্রিয়ার তরে
ব্যকুল করেছিলে দিয়ে ফেয়ার গীতি।
ফাল্গুধারায় ঝরা পাতায় ফুটে হাসি-
তোমার ছোঁয়ায় সুবাসিত করে;
সন্ধ্যায় জুঁই, মালতি ঝরে
তুমি এলেই জোনাক জ্বলে রাশিরাশি।
হৃদয়ের ক্যানভাস জুড়ে আঁকি ছবি-
স্মৃতিগুলো ভাসে অভিমানের স্রোতে
জমে থাকে দু’চোখের গলিতে ;
তোমার পদচারণে হেসে উঠেছে রবি।।