বাবা মানে এক অনিবার্য আশ্রয়


প্রকাশের সময় : জুন ১৯, ২০২২, ৭:৫২ পূর্বাহ্ণ / ৭১৯
বাবা মানে এক অনিবার্য আশ্রয়

শহীদুল্লাহ আনসারী

 

বাবা মানে-যাঁর হাত ধরে হাঁটা বুকের পাটা উচু করে,

নির্দ্বিধায় অনন্তে ছুটে চলা

দিগ্বিজয়ের পথে নিরন্তর এগিয়ে যাওয়া,

কুড়িয়ে পাওয়া মণি মুক্তা ,

হিরে জহরত,

জহুরী হবার দিকনির্দেশনার অফুরান ভান্ডার।

 

বাবা মানে,জ্ঞানভান্ডার অসীম অফুরান সতত সুন্দর,

পূজনীয় ভজনীয় অনুসরনীয় এক আদর্শ- পুরুষ,

জীবনসংগ্রামের অগ্রনায়ক সুদক্ষ সুকৌশলী সেনাপতি,

জীবনযুদ্ধের পরতে পরতে শীত গ্রীষ্ম শরতে চিরন্তর নির্দেশক।

 

বাবা মানে,নয় পরাজয় শুধুই বিজয় কোনো কর্মে মর্মে,

সুরক্ষিত সুসংহত দুর্গপ্রাচীর,সব উপাচার রসদভান্ডার,

সব চাহিদার সুষম বন্টন পর্যাপ্ত সরবরাহ খাদ্য বস্ত্র বাসস্থান,

যখন যা কিছু চাই কৃপনতা নাই সামর্থ থাক বা না থাক।

 

বাবা মানে,

গতিময় জ্যোতিময় পুতিময় সঞ্জয় ধনঞ্জয় অকৃপন মায়াময়,

সুখময়,ছায়াময় অরণ্য বিশেষ, গ্রহ-উপগ্রহ,

নীলিমাকাশ,স্নিগ্ধবাতাস,

এক বিশাল জলাশয় এক কথায়

বলা যায়-বাবা মানে এক অনিবার্য আশ্রয়।