বাঁশি সুর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ১২:২০ অপরাহ্ণ / ৬৬৮
বাঁশি সুর
শুভ শীল :
আমি বাঁশের বাঁশি বাজাতে চাই,
কিন্তুু পারি না বাজাতে।
আমি বাঁশির মত সুর করিতে চাই,
কিন্তুু হয় না সুর কোনো কিছুতে।
আমি বাঁশির জুড়ি নিয়ে বসে আছি,
কেউ যদি বলে,আমি একটু বাজাবো।
তবে তাকে গুরু পন বাঁশি দিয়ে,
না হয় আমি শুধু অল্প শিখে নেবো।
আমি মনের সুখে বাঁশি বাজাতে চাই,
চাই আমি ওপারে মানুষ এপারে আনিতে।
নৌকা করে যেমন মাঝি মানুষ পার করে,
ঠিক আমি বাঁশি বাজিয়ে মনের মানুষকে করিবো পার।
আমি নিশি রাতে,একলা বসে,দেখি চাঁদ,
চাঁদ বলে আমায়,থাকবি কি সারারাত।
আমি চাঁদকে বলি,তোমার গায়ের রং দেখতে
খুবই সুন্দর,চাঁদ আমায় মুচকি হাসি দিয়ে বলে।
তোর হাতে বাঁশি খানা একটু বাজা না,
আমি চাঁদ বলি,ও চাঁদ পারি নে আমি বাঁশি বাজাতে।
তবে একটা গুরু ধরিতে পারিলে,
তোমাকে বাঁশির সুর শোনাবো প্রতি রাতে।
চাঁদকে এ কথা বলার পর,চাঁদ আমায় বলে,
দেখ,দেখ, বেশি কথা বলবি নে বাপু।
কাল থেকে যদি বাঁশি নাই বাজাতে পারিস,
আমার অন্ধকার ঘরে আলোতে আর আসবি নে বাপু।
এই যে বলে রাখলুম,তুুই যদি আছিস,
আমি তোর সঙ্গ ছাড়বো এই দেখিস।
এই কথা বলে চাঁদ আমাকে দিলো পাঠিয়ে,
এখন আমি একলা ঘরে বাঁশি বাজায় ছন্দ ছাড়া দিয়ে।