বর্ষার জলে


প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ১:২২ অপরাহ্ণ / ৩৯৮
বর্ষার জলে
মোঃ ইসহাক মিয়া
ভাটিতে গ্রীষ্মের শেষে বর্ষা আনে ইলা,
নব জোয়ারের ইরা করে টলমল।
হাওরের সবুজ দৃশ্য গ্রাসে অম্বু ভরে,
ছুটে,তীব্র বেগে ঊর্মি তুলে সিন্ধু পানে।
গ্রাম গুলো দ্বীপ ন‍‍্যায় জলেশ্বর মাঝে,
মনোরম দৃশ্য হেরি জুড়ায় পরান।
পারাপারে ভাসে শত ছোট ছোট খেয়া,
টলারে দূরের পথে করে যাতায়াত।
চড়ে লম্বা খেয়া,বীচি তালে হেলে দুলে,
জেলেরা,মাছ ধরিতে যায় হাওরের
মাঝে,সুতা জাল ফেলে,খোলা স্বচ্ছ জলে।
রোদে পুড়ে বৃষ্টি ভিজে শত ক্লেশ সয়ে,
হরেক রকম মাছ পেয়ে হর্ষে নাচে মন।
ক্লান্তি যত গুছে যায় বেচে পেয়ে টাকা।