প্রকৃতি চেনে প্রকৃতি


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৫:৫০ অপরাহ্ণ / ৪৩৭
প্রকৃতি চেনে প্রকৃতি

মাহমুদা সুলতানা

সোনারগাঁ, শেরাটন, রেডিশন চিনে না।

সালাদিয়া ইটালিয়ান বোঝে না।

থাই, চাইনিজ রোচেনা।

শরীর চেনে শুধু পুষ্টি।

আধা সিদ্ধ আর কাঁচাতে যত তুষ্টি ।

রান্না ঘরে মুখের খাবার,

আরো আছে কেএফসি,

বিএফসি,বার্গার, পিজ্জা যত।

হাজি, নান্না, স্টার সব সাজিয়ে

রেখেছে পসরা কত।

খাও যত পার, তাতে শরীরের কোন উপকারে আসে।

শরীর চেনে প্রকৃতি, ঘাস লতা পাতা যত আছে ফল মুল।

রান্না করে পুষ্টি মরে,

দেহে ঢোকে টকসিন।

টকসিন ধীরে ধীরে বাসা বাঁধে

হার্ট, ফুসফুস, লিবার,ব্রেন

যেখানে যখন সুযোগ পায়।

চল্লিশ পার করে ধরা দেয়,

আলসার,ক্যানসার,স্টক, ব্লক আরো কত নাম।

প্রকৃতির সৃষ্টি, প্রকৃতিই দিয়েছে আহার।

রোগের ওষুধ যত।

নিজের পন্ডিতি নস্ট করে প্রকৃতির ঘর।