পবিত্র রাধা-অষ্টমী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ণ / ৩৭০
পবিত্র রাধা-অষ্টমী

নীতা কবি মুখার্জী

রাধারানী গো, প্রণমি তোমায়
তুমি বিনা আমার কানু অসহায়।
গোপবালা তুমি গোপের দুহিতা, কৃষ্ণ-প্রেমে আকুল
কলঙ্কের হার গলায় পরে ফোটালে নিষ্কাম প্রেমের ফুল।
লক্ষ্মী দেবী নাকি রাধানাম নিয়ে এলেন ধরণীমাঝে
রাধাগোবিন্দের লীলার কথা শুনি যে সকাল সাঁঝে।
নৌকাবিলাস, মান-ভঞ্জন, কতো অমরলীলার বর্ণন
পাপী এ ধরণীর পাপস্খলনে ধরি রাধারানীর চরণ।
রাধা নামে নাকি কৃষ্ণ মেলে নচেৎ পাবে না কিছু
তাই তো বলে রাধেশ্যাম, শ্যাম থাকে রাধার পিছু।
রাধাষ্টমীর পূণ্যলগ্নে গাও শুধু রাধা নাম
জয় রাধে, জয় রাধে বললে পূর্ণ মনষ্কাম।