নড়াইলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ / ৩৬৩
নড়াইলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত
সাহিত্য সাংবাদিক ঃ
নড়াইল জেলা সাহিত্য পরিষদ ও রবিশংকর সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ( ১০ সেপ্টেম্বর ) শহরের দূর্গাপুর – গোচর এলাকায় দিনব্যাপী সম্মেলনে ছাত্র – ছাত্রীদের রচনা ও কুইচ প্রতিযোগিতা , স্বরচিত কবিতা আবৃতি , সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী আয়োজন করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ।তিনি এসময় সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন । পরে অতিথিরা পায়রা অবমুক্ত করে দিনব্যাপী সম্মেলন শুরু করেন ।
  এসময় জেলা সাহিত্য পরিষদ সহ – সভাপতি কবি আল ইমরান এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অংশ নেন অতিঃ পুলিশ সুপার রিয়াজুল ইসলাম , নড়াইলে গোয়েন্দা সংস্থা উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা , সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ রওশন আলী , জেলা সাহিত্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক পুলক কুমার ঘোষ ও জেলা সাহিত্য পরিষদ সহ সাংগঠনিক সম্পাদক কবি সৈয়দ খায়রুল আলম প্রমুখ ।
উক্ত সম্মেলনে একটি র‍্যালীটি দূর্গাপুর বটতলা থেকে শুরু হয়ে রবিশংকর সঙ্গীত বিদ্যালয়ের কার্যালয়ের সামনে শেষ হয় ।