তোমায় ভালোবেসে


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ২:৩৩ অপরাহ্ণ / ৩৮৩
তোমায় ভালোবেসে

মোঃ ইসহাক মিয়া

তোমায় ভালোবেসে আমি
সাজলাম দীনহীন,
ক্ষয়ে ক্ষয়ে সোনার তনু
করিলাম মলিন।(অন্তর)
ও—- —- —- ও
কত স্বপ্ন,কত আশা,দিলাম জলাঞ্জলি–
যেমন পাঁকা তেঁতুল ডালে শুকায়(২)
মোর যৌবনের ফুল কলি।
আমি, তিলে তিলে সব হারিয়ে —
হইতেছি বিলীন  (১কলি) — (অন্তর)
ও —- —- —- ও
চুল পাকিল,দাত পড়িল,গায়ে পাইনা বল–
তবু তর পিরিতি এই অন্তরে (২)
আজো আছে অবিচল।
পড়ে, একলা ঘরে অনাদরে —
কাটছে আমার দিন (২ কলি) — (অন্তর)
ও —- —- —- ও
থাকতে যখন,এলেনা তুমি,ফিরে হৃদয় নীড়ে —
শেষ দেখা দেখতে আইস না (২)
আমি মরার পরে।
বাড়াইও না শুধু শুধু —
পিরিতের ওই ঋণ (৩ কলি) — (অন্তর)
ও —- —- —- ও
তবু আমি,তোমার তরে,রাখি সদায় আশিস —
যেথায় থাকো যে অবস্থায় (২)
সুখ শান্তিতে থাকিস।
বিষাদ,যেন না ছোঁয় তরে —
এই প্রার্থনা,করি রাত্রদিন (৪ কলি) — (অন্তর)