চিড়িয়াখানার হায়নার কামড়ে হাত বিচ্ছিন্ন হয়ে গেল দুই বছরের শিশুর


প্রকাশের সময় : জুন ৯, ২০২৩, ১:৪৬ অপরাহ্ণ / ১০৩
চিড়িয়াখানার হায়নার কামড়ে হাত বিচ্ছিন্ন হয়ে গেল দুই বছরের শিশুর

মিরপুর প্রতিনিধিঃ রাজধানীর মীরপুর জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। জানা গেছে, শিশুটির বয়স ২ বছর। তার বাড়ি নওগাঁয়।

শিশুটির স্বজনদের আহাজারিতে ভারী  হচ্ছে হাসপাতালের আকাশ বাতাস।

শিশুটির নানি জানায় আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। কি হবে আমার নাতির চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে সারা জীবনের জন্য ডান হাত হারিয়ে পঙ্গু হয়ে গেল। কে দিবে তার হাত ফিরিয়ে।

শিশুটির মায়ের দাবি হায়নার গেট খোলা ছিল, সে খোলা গেটের ফাক দিয়ে  প্রবেশ করে হাত ঢুকিয়ে দেয় হায়নার খাচায়। নিরাপ কর্মীর অবহেলার কারণে আমার দুই বছরের শিশুটি সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করল।

আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে  বিচার চাই।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে এ ঘটনা। গুরুতর অবস্থায় শিশুটিকে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে খতিয়ে দেখা হবে আমাদের নিরাপত্তা কর্মীর কোন অবহেলা আছে কিনা। এবং তদন্ত কমিটির সুপারিশে  হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।

দর্শনার্থীদের দাবি মিরপুর জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষের অবহেলার দায় কে গ্রহণ করবে। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে শিশুটি এমন ঘটনা কারো কাম্য নয়।  চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো সতর্কতার সহিত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আর যেন কোন হিংস্র পশুর থাবায় কোন মানুষের অঙ্গহানি না হয় ।