ঈষৎ অবিশ্বাস 


প্রকাশের সময় : জুলাই ২, ২০২২, ৫:২১ অপরাহ্ণ / ৩৮৯
ঈষৎ অবিশ্বাস 
 মোঃ ইসহাক মিয়া
ধরেনি সাজ ঈশান কোনে,উঠেনিকো
মরুৎ,অম্বুধি ঘূর্ণনে,ছুটেনিকো তীব্র
বেগে।গর্জনি গগন,ঝরেনি অগ্নির
রশ্মি,জড়ো হয়ে মেঘ,হয়নি বর্ষণ।
তবুও ভাঙিল মোর,সযত্নে সাজানো
ঘর।বিশ্বাসের খুঁটি দিয়ে,মায়া সুতো
বাঁধনে,অনুরাগের ছিল বেড়া।মোহ
প্রীতি দিয়ে গড়া ছিল,সেই ঘরে চাল।
হয় নাই অগ্ন‍্যুৎপাত,জ্বলেনি আগুন
ছড়ায়নি কালো ধোঁয়া চারিদিকে,বায়ু
সনে মিশিয়া।প্রকৃতি হয়নি ব‍্যাকুল,
বিশ্রী পোড়া গন্ধ পেয়ে।নিভৃতে পুড়িল
অলিক,পায়নি কেহ টের।বলি সবে
ঈষৎ অবিশ্বাসে,ভাঙে ঘর,পুড়ে ভাল।