আমার স্বদেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ / ৩১৯
আমার স্বদেশ
সৈয়দ ইসমাইল হোসেন জনি
প্রভাত বেলায় রঙিন ধরায়
সূর্যের কিরণ আঁধার সরায় ,
থমকে দাঁড়াক সকল অকাল
আসুক ধরায় নতুন সকাল ।
নরম ঘাসের সবুজ আভায়
সকল লোককে কুর্নিশ জানায় ,
সাগর নদীর জলের খেলায়
ছন্দের ভেলায় ঢেউকে মেলায় ।
ধানের শীষের ডগায় শিশির
পাখির দলের  কিচিরমিচির ,
মধুর আবেশ হৃদয় নাচায়
সবার মনের আবেগ জাগায় ।
অমর কাব্যের ধুসর পাতায়
ভাবুক কবির মনটা হারায় ,
নরম কোমল জনির হৃদয়
হরেক রকম ভাবার বিষয় ।
স্বদেশ প্রেমের গভীর মায়ায়
সবাই উন্মুখ সুখের আশায় ,
নির্মল শান্তির পরশ যে চান
সবাই বাঁচান দেশের সম্মান ।
ভরুক হৃদয় দেশের মায়ায়
দেশের কল্যাণ হৃদয় হাসায় ,
মধুর রূপের ঝঙ্কার  অশেষ
বিশ্বের গৌরব আমার স্বদেশ ।