সন্ধান


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ / ১৫৫
সন্ধান
মোঃ ইসহাক মিয়া
এই মায়া ভব পটে,বাইশ মাথা ঐ
সৃষ্টি হেরি দশ মাথা দিয়ে হাঁটে।তার
মধ্যে বালুচর,ঊর্ধ্বে বায়ু নিম্নে বারি
পোকা হয়ে গিলে খায় মস্ত অজগর।
যেমন,হস্তিরে ধরে মাকড় চিবিয়ে
খায় দাঁতে, সৃষ্টি কুলে সর্ব জীবে ভয়ে
কাঁপে তাতে।যত আছে জীব সবে ভোরে
উঠে,অষ্টাঙ্গে প্রণামে তার ধ্যানে লুটে।
এই যে চলছে চৌদ্দ ধরা,সকলই
তাহার ইশারা।ভাব তত্ত্ব খুঁজো যদি
গুরু ধারে যাও,তব শ্রদ্ধা ভক্তি প্রেম
তার রাঙ্গা পায়ে সঁপে দাও।পাবে সব
উল্টা কথার সন্ধান,গুরু মন্ত্র যদি
জপ হরদম তুমি দিয়ে মনো প্রাণ।