ছোটগল্প-  মনের আর্তি


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ১২:১৭ অপরাহ্ণ / ১৩৮
ছোটগল্প-  মনের আর্তি

প্রণব মন্ডল

যখন ক্ষুধার্ত কিংবা অসুস্থ মানুষকে দেখি ওদের জন্য কিছু করতে ইচ্ছে করে। বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলো যখন কর্মের সন্ধানে থাকে অথবা তাদের মাথার ওপর একটুকরো আশ্রয়ের জন্য হাহাকার করে বুকের বাঁ দিকটা তখন চিনচিন করে। শীতের রাতে খোলা আকাশের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকা মানুষগুলোর জন্যও খারাপ লাগে। মানবতার দেয়ালে ঝুলন্ত স্বপ্নগুলো ডুকরে ডুকরে কেঁদে মরে। ছোট্ট বেলা থেকেই মাথার মধ্যে অনেক কিছু করার ঝোঁক। সবকিছু বদলে এমন একটা জগত তৈরি করতে ইচ্ছে হয় যেখানে প্রাচুর্য না থাকুক অন্তত এতটা বৈষম্য থাকবে না। সুখ দুঃখের বাঁটোয়ারা সমান না হলেও তাতে সামঞ্জস্য থাকবে। খুব বেশিক্ষণ রাগ কিংবা ক্ষোভ ধরে রাখতে না পারলেও কষ্টগুলো ধরে রাখার বোকামিটা ছেলেবেলা থেকেই। তবু সবটা না হোক কিছুটা বদল করার প্রয়াসটা চালু থাকবেই। হাজার হোক ভেতরে একটা মানুষের মনই তো আছে। স্বার্থলোভী, হিংস্র,মিথ্যুক, পরশ্রীকাতর কিংবা ধূর্ত শেয়ালের মত  বাঁচার চেয়ে মানুষের মত মানুষ রূপে মরে যাওয়াও সুখ। এ সুখ সবার ভাগ্যে যে হয় না।