বিজ্ঞাপনের ঠ্যালায় কলমে


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ৮:১৮ পূর্বাহ্ণ / ৭৩৮
বিজ্ঞাপনের ঠ্যালায় কলমে

নীতা কবি মুখার্জী

চারিদিকে ছড়িয়ে আছে বোকা বানানোর ব্যাবসা

মিষ্টি কথায় ভুলে আমরা করছি পূঁজি ফর্সা।

বিজ্ঞাপনের বিজ্ঞপ্তি অলিতে গলিতে

যত্তসব ঠক বাজি আর পারিনা বলিতে

একটা কিনলে দুটো ফ্রি, কি করে বা দেয়?

একের সাথেই জোড়া মালের দামটি জুড়ে নেয়।

 

খদ্দেররা ভাবে সবাই সস্তা পাচ্ছি বড়ো

হুজুগ পেলেই দৌড়াদৌড়ি, সবাই হয় জড়ো

বাজারখানা ছেয়ে গেছে দালাল,

এজেন্ট যতো

মিথ্যা লোভ দেখিয়ে তারা লোক ধরছে ততো।

 

জমির দালাল, ফ্ল্যাটের দালাল, দালাল রকমারি

সস্তায় সব পাইয়ে দেবো, চলো তাড়াতাড়ি

কালো মেয়েও ফর্সা হবে সাবান মাখলে নাকি

টেকো মাথায় চুল গজাবে ,দেশটা হলো একি?

 

ঘটকরা সব বিদায় নিলো, ম্যাট্রিমনি এলো

নেটের চ্যাটে বিয়ে করে, ডিভোর্স বেড়ে গেলো

সরকারের তো হুঁশ নেই যে বিপদ বাড়বে দেশে

নারী-শরীর দেখিয়ে সব পণ্য বেচে শেষে।

 

যে দেয় যতো এডভার্টাইজ তার বিক্রি ততো

চটকদারী বিজ্ঞাপনে মাথা গুলায় ততো

আগের দিনের খাঁটি জিনিস, ছিলো খাঁটির কদর

বিজ্ঞাপনের ধার না ধেরে চলতো বাজার-সদর।

 

হায় রে বাজার! হায় রে শহর! হায় রে বিজ্ঞাপন!

তোদের ছাড়া চলেও নাকো আধুনিক জীবন।